Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ কর্মী নিহত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গোলাগুলিতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় উভয় পক্ষের মধ্যে ৫৫-৬০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে সীমান্তঘেঁষা পানছড়ির লোগাঙ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অনিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা আরও দুইজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছে ইউপিডিএফের নেতারা। ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর পাহাড়ে এটিই সবচেয়ে বড় ঘটনা।

নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।

নিহতদের মধ্যে বিপুল চাকমা চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়া, সুনীল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়া, লিটন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়া এবং রুহিন বিকাশ ত্রিপুরা পানছড়ির উপল্টাছড়ি ইনিয়নের পদ্মিনী পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আজ ওই এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে ওই চার নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন। রাতে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিককে ‘নব্যমুখোশধারী’ আখ্যায়িত করে নিন্দা প্রকাশ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

এ ঘটনায় ইউপিডিএফের নেতা হরি কমল চাকমা ও নীতিদত্ত চাকমাসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান অংগ্য মারমা।

তবে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা আমাকে জানিয়েছেন। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশের সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গোলাগুলিতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় উভয় পক্ষের মধ্যে ৫৫-৬০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে সীমান্তঘেঁষা পানছড়ির লোগাঙ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অনিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা আরও দুইজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছে ইউপিডিএফের নেতারা। ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর পাহাড়ে এটিই সবচেয়ে বড় ঘটনা।

নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।

নিহতদের মধ্যে বিপুল চাকমা চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়া, সুনীল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়া, লিটন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়া এবং রুহিন বিকাশ ত্রিপুরা পানছড়ির উপল্টাছড়ি ইনিয়নের পদ্মিনী পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আজ ওই এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে ওই চার নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন। রাতে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিককে ‘নব্যমুখোশধারী’ আখ্যায়িত করে নিন্দা প্রকাশ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

এ ঘটনায় ইউপিডিএফের নেতা হরি কমল চাকমা ও নীতিদত্ত চাকমাসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান অংগ্য মারমা।

তবে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা আমাকে জানিয়েছেন। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।