Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইটবাহী ট্রাক্টও ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৪

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির আলুটিলায় একটি ইটবোঝাই ট্রাক্টর ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।

আহতরা হলেন- থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। আহত ব্যক্তিরা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ট্রাক্টরটির চালক-শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। ময়লার টিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানটির। এ সময় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং আগুন ধরে যায় কাভার্ড ভ্যানটিতে। কাভার্ড ভ্যানে থাকা চালক-সহকারী লাফ দিয়ে নিজেদের রক্ষা করে করেন। এরপর গাড়ি রেখে চালক-সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ির আলুটিলায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পুলক দে বলেন, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন একপাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তাঁরা কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে কেউ দগ্ধ হননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

খাগড়াছড়িতে ইটবাহী ট্রাক্টও ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৪

প্রকাশের সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির আলুটিলায় একটি ইটবোঝাই ট্রাক্টর ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।

আহতরা হলেন- থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। আহত ব্যক্তিরা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ট্রাক্টরটির চালক-শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। ময়লার টিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানটির। এ সময় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং আগুন ধরে যায় কাভার্ড ভ্যানটিতে। কাভার্ড ভ্যানে থাকা চালক-সহকারী লাফ দিয়ে নিজেদের রক্ষা করে করেন। এরপর গাড়ি রেখে চালক-সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ির আলুটিলায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পুলক দে বলেন, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন একপাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তাঁরা কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে কেউ দগ্ধ হননি।