Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিংকারীরা গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে সুপারি বাগান নামকস্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করে। ১০-১২ জন পিকেটার গাড়ির গতিরোধ করে গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচনের কাজে দীঘিনালা যাচ্ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে তাকে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নির্বাচনি কাজে এডিসি (সার্বিক) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

প্রকাশের সময় : ০৯:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিংকারীরা গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে সুপারি বাগান নামকস্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করে। ১০-১২ জন পিকেটার গাড়ির গতিরোধ করে গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচনের কাজে দীঘিনালা যাচ্ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে তাকে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নির্বাচনি কাজে এডিসি (সার্বিক) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।