Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন তানজিন তিশা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ইস্যুতে উত্তাল মিডিয়া জগৎ। তার অসুস্থতার মধ্যে ভিন্ন ও মিথ্যা তথ্যে খবর প্রকাশিত হওয়ায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিশা। ওই স্ট্যাটাসে তিশা তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

সেখানে তিশা বলেন, বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।

তিনি আরও বলেন, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও (সাংবাদিক) আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সব সময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবশেষে তিশা বলেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এত দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছিলেন অনেকে। সেইসঙ্গে চাউর হয়েছিল, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমে আছেন তিনি। সম্পর্কে ছন্দপতন ঘটতেই নিজেকে শেষ করে দিতে ঘুমের ওষুধের শরণাপন্ন হয়েছিলেন।

তবে দিন শেষে নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আত্মহত্যার খবরটি মিথ্যা বলে দাবি করেন তিশা। এরপর লাইভে এসে মুশফিকের সঙ্গে প্রেমের গুঞ্জনটি ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

ক্ষমা চাইলেন তানজিন তিশা

প্রকাশের সময় : ০৪:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ইস্যুতে উত্তাল মিডিয়া জগৎ। তার অসুস্থতার মধ্যে ভিন্ন ও মিথ্যা তথ্যে খবর প্রকাশিত হওয়ায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিশা। ওই স্ট্যাটাসে তিশা তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

সেখানে তিশা বলেন, বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।

তিনি আরও বলেন, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও (সাংবাদিক) আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সব সময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবশেষে তিশা বলেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এত দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছিলেন অনেকে। সেইসঙ্গে চাউর হয়েছিল, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমে আছেন তিনি। সম্পর্কে ছন্দপতন ঘটতেই নিজেকে শেষ করে দিতে ঘুমের ওষুধের শরণাপন্ন হয়েছিলেন।

তবে দিন শেষে নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আত্মহত্যার খবরটি মিথ্যা বলে দাবি করেন তিশা। এরপর লাইভে এসে মুশফিকের সঙ্গে প্রেমের গুঞ্জনটি ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি।