Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত। তবে যতদিন ক্ষমতায় থাকব, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিংখাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটি রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।

অর্থ উপদেষ্টা বাংলাদেশের খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংকের ভূমিকা তুলে ধরে বলেন, দেশে শস্য, মৎস্য উৎপাদন ও পশুপালনে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অনেক ব্যাংক কৃষি ঋণ বিতরণে এগিয়ে এলেও এক সময় কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই ছিল কৃষি ঋণের প্রধান ভরসা। সরকারের কৃষি নীতি বাস্তবায়নেও ভূমিকা রেখেছে কৃষি ব্যাংক।

তিনি বলেন, বাংলাদেশে এমন ব্যাংকও আছে যার চেয়ারম্যানই ব্যাংকের ৮০ ভাগ ঋণ নিয়ে চলে যায়। এটা বিরল ঘটনা, যা বিশ্বের কোথাও ঘটে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তরুণরা ২০২৪ সালের অভ্যুত্থান করেছে। তারা জীবন দিয়ে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে হবে। দিনটিকে স্মরণীয় করে রাখতে কৃষি ব্যাংকের ঐতিহ্যের ধারাবাহিকতায় কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এই বৃক্ষরোপণ কৃষিতে প্রাণবৈচিত্র্য ও সবুজায়নে ভূমিকা রাখবে।

দেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা দায়িত্ব নিয়ে সংস্কার শুরু করেছিলাম, এখনো তা চলছে। আমাদের মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারও এই সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’।

তিনি বলেন, একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব : অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত। তবে যতদিন ক্ষমতায় থাকব, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিংখাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটি রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।

অর্থ উপদেষ্টা বাংলাদেশের খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংকের ভূমিকা তুলে ধরে বলেন, দেশে শস্য, মৎস্য উৎপাদন ও পশুপালনে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অনেক ব্যাংক কৃষি ঋণ বিতরণে এগিয়ে এলেও এক সময় কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই ছিল কৃষি ঋণের প্রধান ভরসা। সরকারের কৃষি নীতি বাস্তবায়নেও ভূমিকা রেখেছে কৃষি ব্যাংক।

তিনি বলেন, বাংলাদেশে এমন ব্যাংকও আছে যার চেয়ারম্যানই ব্যাংকের ৮০ ভাগ ঋণ নিয়ে চলে যায়। এটা বিরল ঘটনা, যা বিশ্বের কোথাও ঘটে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তরুণরা ২০২৪ সালের অভ্যুত্থান করেছে। তারা জীবন দিয়ে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে হবে। দিনটিকে স্মরণীয় করে রাখতে কৃষি ব্যাংকের ঐতিহ্যের ধারাবাহিকতায় কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এই বৃক্ষরোপণ কৃষিতে প্রাণবৈচিত্র্য ও সবুজায়নে ভূমিকা রাখবে।

দেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা দায়িত্ব নিয়ে সংস্কার শুরু করেছিলাম, এখনো তা চলছে। আমাদের মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারও এই সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’।

তিনি বলেন, একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।