Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে মাশরাফি-সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। যেখানে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গতবার এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা জাহিদ আহসান রাসেলকে। গত সংসদেও এই কমিটির সদস্য ছিলেন মাশরাফি। অন্যদিকে, এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হন সাকিব।

জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মাশরাফি-সাকিব ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে এই কমিটি গঠনের প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী। এই প্রস্তাব পরে কণ্ঠভোটে পাস হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে মাশরাফি-সাকিব

প্রকাশের সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। যেখানে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গতবার এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা জাহিদ আহসান রাসেলকে। গত সংসদেও এই কমিটির সদস্য ছিলেন মাশরাফি। অন্যদিকে, এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হন সাকিব।

জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মাশরাফি-সাকিব ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে এই কমিটি গঠনের প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী। এই প্রস্তাব পরে কণ্ঠভোটে পাস হয়।