আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বিমানবন্দরের কাছে মাঠে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রোববার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়। শনিবার লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বিমানবন্দরের কাছে মাঠে প্রাইভেট বিমানটি বিধ্বস্ত ও আগুনে পুড়ে গেলে আরোহী ছয়জনই নিহত হন বলে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্স বলছে, সেসনা সি৫৫০ মডেলের ছোট এই ব্যবসায়িক জেট বিমানটি লাস ভেগাস থেকে যাত্রা করেছিল এবং লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮৫ মাইল (১৩৭ কিমি) দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে ভোর চারটা ১৫ মিনিটের দিকে সেটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে, লাস ভেগাস থেকে ফরাসি উপত্যকায় ওই সময়টাকে কেবল একটি ব্যবসায়িক জেটই উড়ছিল। অবতরণের আগে বিমানটি একবার মাঠের কাছাকাছি ঘোরাঘুরি করে। এরপর বিধ্বস্ত হলে প্রায় এক একর গাছপালা পুড়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সূত্র : রয়টার্স।