Dhaka শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরুনে বাঁধ ভেঙে পানির তোড়ে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে সৃষ্ট ভূমিধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকলকর্মীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। তারা আরো ক্ষতিগ্রস্তের সন্ধান করছেন। ইয়াউন্দেতে বর্ষাকালে প্রায়ই ভূমিধস হয়।

সেখানে শহরের অনেক পাহাড়ে কখনো কখনো অনিশ্চিতভাবে বাড়ি তৈরি করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ইয়াউন্দের উত্তর-পশ্চিমে এমবানকোলো জেলায়, যেখানে প্রায় তিন মিলিয়ন লোকের বাস।

সরকারি সম্প্রচারকারী সিআরটিভির মতে, মুষলধারে বৃষ্টির কারণে উঁচু জমিতে একটি কৃত্রিম হ্রদকে আটকে রাখা বাঁধ ফেটে গেছে।

ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড ডেভিড পেটাটোয়া পাউফং ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, গতকাল আমরা মারা যাওয়া ১৫ জনকে উদ্ধার করেছি এবং আজ সকালে আটজনকে খুঁজে পেয়েছি। আমরা এখনো খুঁজছি।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দাউদা উসমানউ পাবলিক রেডিওতে ঘোষণা করেছেন, ‘ভারি বৃষ্টির পর একটি ভূমিধস হয়েছিল। পানি তার পথের সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেছে।’

গত বছরের নভেম্বরে ইয়াউন্দের দামাস জেলায় একটি ভূমিধসে কমপক্ষে ১৫ জন মারা গিয়েছিল। ২০১৯ সালে পশ্চিমাঞ্চলীয় শহর বাফৌসামে ৪৩ জন নিহত হয়েছিল। সূত্র : এএফপি।

আবহাওয়া

ক্যামেরুনে বাঁধ ভেঙে পানির তোড়ে ২৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে সৃষ্ট ভূমিধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকলকর্মীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। তারা আরো ক্ষতিগ্রস্তের সন্ধান করছেন। ইয়াউন্দেতে বর্ষাকালে প্রায়ই ভূমিধস হয়।

সেখানে শহরের অনেক পাহাড়ে কখনো কখনো অনিশ্চিতভাবে বাড়ি তৈরি করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ইয়াউন্দের উত্তর-পশ্চিমে এমবানকোলো জেলায়, যেখানে প্রায় তিন মিলিয়ন লোকের বাস।

সরকারি সম্প্রচারকারী সিআরটিভির মতে, মুষলধারে বৃষ্টির কারণে উঁচু জমিতে একটি কৃত্রিম হ্রদকে আটকে রাখা বাঁধ ফেটে গেছে।

ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড ডেভিড পেটাটোয়া পাউফং ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, গতকাল আমরা মারা যাওয়া ১৫ জনকে উদ্ধার করেছি এবং আজ সকালে আটজনকে খুঁজে পেয়েছি। আমরা এখনো খুঁজছি।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দাউদা উসমানউ পাবলিক রেডিওতে ঘোষণা করেছেন, ‘ভারি বৃষ্টির পর একটি ভূমিধস হয়েছিল। পানি তার পথের সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেছে।’

গত বছরের নভেম্বরে ইয়াউন্দের দামাস জেলায় একটি ভূমিধসে কমপক্ষে ১৫ জন মারা গিয়েছিল। ২০১৯ সালে পশ্চিমাঞ্চলীয় শহর বাফৌসামে ৪৩ জন নিহত হয়েছিল। সূত্র : এএফপি।