Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরুনকে উড়িয়ে ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক মরক্কো।

দুই অর্ধে দুটি গোল দীর্ঘ ২২ বছর পর সেমিফাইনালে পা রেখেছে মরক্কো। একটি করে গোল করে ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি মরক্কোর হয়ে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ক্যামেরুন খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ২০০৪ নেশনস কাপের সেমিতে খেলেছিল দলটি।

প্রথমার্ধের ২৬ মিনিটে কর্নার থেকে আয়ুব এল কাবির হেডার ফ্লিকের পর কাছ থেকে উরুর ছোঁয়ায় বল জালে পাঠান ব্রাহিম দিয়াজ। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার পঞ্চম গোল। গ্রুপ পর্বে তিনটি এবং শেষ ষোলোয় তানজানিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা দিয়াজের দুর্দান্ত ফর্ম এই ম্যাচেও অব্যাহত থাকে।

দ্বিতীয়ার্ধেও মরক্কোর আধিপত্য কমেনি। ৭৪ মিনিটে সেট পিস থেকে আসা আলগা বল সংগ্রহ করে ঠান্ডা মাথায় নিচু বাঁ-পায়ের শটে গোল করেন পিএসভি আইন্দোভেনের উইঙ্গার ইসমাইল সাইবারি। এতে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ওয়ালিদ রেগরাগুইর শিষ্যরা পুরো ম্যাচজুড়েই প্রায় কোনো বিপদে পড়েনি। ক্যামেরুন খুব কমই মরক্কোর রক্ষণভাগকে চাপে ফেলতে পেরেছে। পুরো ম্যাচে তারা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

এই জয়ে মরক্কো ২০০৪ সালের পর প্রথমবার আফকনের সেমিফাইনালে উঠল। এছাড়া এটি তাদের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, যা শুরু হয়েছিল ২০২৩ আফকনের শেষ ষোলোতে বিদায়ের পর থেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে উত্তর আফ্রিকার দলগুলোর সমর্থকদের যে উন্মাদনা দেখা গিয়েছিল, ঠিক তেমনই পরিবেশ ছিল রাবাতের গ্যালারিতে। ৬৯,৫০০ দর্শক ধারণক্ষম এই আধুনিক স্টেডিয়াম রীতিমতো ভরে উঠেছিল।

মজার বিষয় হলো, আফকনে এর আগে তিনবার মুখোমুখি হয়ে কখনো ক্যামেরুনকে হারাতে পারেনি মরক্কো। সর্বশেষ দুই দলের সাক্ষাৎ হয়েছিল প্রায় ৩৪ বছর আগে। সেই সময়ের পর ক্যামেরুন জিতেছে আরও তিনটি শিরোপা, মোট পাঁচটি; আর মরক্কোর ঝুলিতে ছিল ১৯৭৬ সালের একমাত্র শিরোপা। তবে দীর্ঘদিন ধরে অবকাঠামো, প্রশিক্ষণ ও ফুটবল উন্নয়নে বিনিয়োগের ফল হিসেবে এখন শক্তির ভারসাম্য স্পষ্টভাবেই মরক্কোর দিকে ঝুঁকেছে।

আগামী বুধবার একই মাঠে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে শনিবারের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্যামেরুনকে উড়িয়ে ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

প্রকাশের সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

স্পোর্টস ডেস্ক : 

দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক মরক্কো।

দুই অর্ধে দুটি গোল দীর্ঘ ২২ বছর পর সেমিফাইনালে পা রেখেছে মরক্কো। একটি করে গোল করে ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি মরক্কোর হয়ে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ক্যামেরুন খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ২০০৪ নেশনস কাপের সেমিতে খেলেছিল দলটি।

প্রথমার্ধের ২৬ মিনিটে কর্নার থেকে আয়ুব এল কাবির হেডার ফ্লিকের পর কাছ থেকে উরুর ছোঁয়ায় বল জালে পাঠান ব্রাহিম দিয়াজ। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার পঞ্চম গোল। গ্রুপ পর্বে তিনটি এবং শেষ ষোলোয় তানজানিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা দিয়াজের দুর্দান্ত ফর্ম এই ম্যাচেও অব্যাহত থাকে।

দ্বিতীয়ার্ধেও মরক্কোর আধিপত্য কমেনি। ৭৪ মিনিটে সেট পিস থেকে আসা আলগা বল সংগ্রহ করে ঠান্ডা মাথায় নিচু বাঁ-পায়ের শটে গোল করেন পিএসভি আইন্দোভেনের উইঙ্গার ইসমাইল সাইবারি। এতে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ওয়ালিদ রেগরাগুইর শিষ্যরা পুরো ম্যাচজুড়েই প্রায় কোনো বিপদে পড়েনি। ক্যামেরুন খুব কমই মরক্কোর রক্ষণভাগকে চাপে ফেলতে পেরেছে। পুরো ম্যাচে তারা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

এই জয়ে মরক্কো ২০০৪ সালের পর প্রথমবার আফকনের সেমিফাইনালে উঠল। এছাড়া এটি তাদের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, যা শুরু হয়েছিল ২০২৩ আফকনের শেষ ষোলোতে বিদায়ের পর থেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে উত্তর আফ্রিকার দলগুলোর সমর্থকদের যে উন্মাদনা দেখা গিয়েছিল, ঠিক তেমনই পরিবেশ ছিল রাবাতের গ্যালারিতে। ৬৯,৫০০ দর্শক ধারণক্ষম এই আধুনিক স্টেডিয়াম রীতিমতো ভরে উঠেছিল।

মজার বিষয় হলো, আফকনে এর আগে তিনবার মুখোমুখি হয়ে কখনো ক্যামেরুনকে হারাতে পারেনি মরক্কো। সর্বশেষ দুই দলের সাক্ষাৎ হয়েছিল প্রায় ৩৪ বছর আগে। সেই সময়ের পর ক্যামেরুন জিতেছে আরও তিনটি শিরোপা, মোট পাঁচটি; আর মরক্কোর ঝুলিতে ছিল ১৯৭৬ সালের একমাত্র শিরোপা। তবে দীর্ঘদিন ধরে অবকাঠামো, প্রশিক্ষণ ও ফুটবল উন্নয়নে বিনিয়োগের ফল হিসেবে এখন শক্তির ভারসাম্য স্পষ্টভাবেই মরক্কোর দিকে ঝুঁকেছে।

আগামী বুধবার একই মাঠে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে শনিবারের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।