বিনোদন ডেস্ক :
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা কক্করের অসুস্থতার খবর আগেই জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অশ্রুসিক্ত চোখে স্ত্রীর অসুস্থতার খবর জানিয়েছিলেন। তখন শুধুমাত্র পেটের ব্যাথার কথা জানালেও এবার জানা গেল লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
দীপিকা কাকরের যকৃতের বাঁ দিকে ধরা পড়েছিল ক্যানসার। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু গত এক সপ্তাহের বেশি কিছু সময়ে আর জানা যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে। মঙ্গলবার (২৭ মে) রাতে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অভিনেত্রী। আশঙ্কা সত্যি করে জানালেন যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার। তিনি ক্যানসারে আক্রান্ত।
এ খবর শুনে দুশ্চিন্তায় তার ভক্ত-অনুরাগীরা। অনেকের কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হয়েছে। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন জানিয়ে দীপিকা লিখেছেন—আপনারা সবাই জানেন যে, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল…। পেটের ওপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হয়েছে বারবার… এবং তারপর জানতে পারি— যকৃতে টেনিস বলের আকারের টিউমার হয়েছে।
তিনি বলেন, এরপর জানতে পারছি যে, টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)… এটি আমাদের দেখা, সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি।
যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ইতিবাচক থাকার চেষ্টা করছেন। একমাত্র চিন্তা তার এক বছরের ছোট ছেলেকে নিয়ে। দীপিকা বলেন, এ পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ।
অভিনেত্রী বলেন, আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনায় আমিও এ পরিস্থিতি কাটিয়ে উঠব। আপনারা প্রার্থনা করবেন।
উল্লেখ্য, দীপিকা কাকর ইব্রাহিম ২০১১ সালে রওনক স্যামসনকে বিয়ে করেন। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ভোপালে ‘সাসুরাল সিমার কা’র সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন । তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন ফাইজা ইব্রাহিম। কাকর ও ইব্রাহিম ২০২৩ সালে তাদের পুত্র রুহানকে স্বাগত জানান।