ভারতীয় প্রথম নায়িকাকেন্দ্রিক সুপারহিরো সিনেমার নাম ‘সুপার সোলজার’। এ ছবিতে বাড়তি চমক বলিউডের নায়িকা ক্যাটরিনা। তামিল সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা।
ক্যরিয়ারে শুরু থেকেই সিনেমায় নাম লেখানোর ব্যপারে বেশ খুঁতখুঁতে ক্যাটরিনা। একটু দেখেশুনে বেছে কাজ করেন। আগের চমক পুরনো না হতেই ক্যাটরিনা ভক্তদের জন্য নতুন সুখবর হাজির। শ্রীরাম রাঘাওয়ানের পরবর্তী সিনেমায় তামিল সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাং ব্যাং’র নায়িকা।
দিন কয়েক আগেই খবর আসে আগের বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষে বেশ বড় বাজেটের সিনেমায় নামছেন শ্রীরাম। বরুন ধাওয়ানের সঙ্গে ‘একিস’ নামক একটি সিনেমাও শুরু করার কথা ছিল তার। তবে আপাতত সে সিনেমার কাজ এখনই শুরু করছেন না তিনি।
আরও পড়ুন : পিঠ খোলা ছবি দিয়ে সমালোচিত মডেল সাবা
তার আগে সেরে নিতে চাইছেন ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে নতুন সিনেমাটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিতে রয়েছে অনেক চমক। যা প্রকাশ করা হবে ধীরে ধীরে।
প্রসঙ্গত, চলতি বছর ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় ক্যাটরিনার নায়ক অক্ষয় কুমার।