Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোস্টারিকার বিপক্ষে হেসেখেলে জয় পেল আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কদিন আগেই এল সালভাদরের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয়া বিশ্ব চ্যাম্পিয়নরা আজ কোস্টারিকার বিপক্ষে পিছিয়ে পড়েছিল শুরুতেই। তবে আলবিসেলেস্তেদের ম্যাচে ফিরিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং পরে লাউতারো মার্টিনেজের করা আরও এক গোলেই দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার (২৭ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কোলিসিউমে প্রথমার্ধ খুব একটা ভালো কাটেনি আর্জেন্টিনার।

লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আজ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। চার মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে বাঁ পায়ে শট দেন আনহেল দি মারিয়া। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস তা প্রতিহত করেন। শুরুতে সুযোগ মিস করার পর কোস্টারিকার রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোলমুখ খুলতে পারছিল না আর্জেন্টিনা, যেখানে ১৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ এনজো ফার্নান্দেজ পেয়েছিলেন ঠিকই, তবে কোস্টারিকার গোলরক্ষক নাভাস প্রতিহত করেন।

এক মিনিট পর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির শটও ঠেকিয়ে দেন নাভাস। আর্জেন্টিনার এমন সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল করে কোস্টারিকা। ৩৪ মিনিটে গোল করেন কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগার্তে। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আর্জেন্টিনা প্রথমার্ধে পায়নি গোলের দেখা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কোস্টারিকা।

পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে দ্রুতই। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে ফ্রিকিকে গোল করেন দি মারিয়া। সমতায় ফেরার পর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। ওতামেন্দির কর্নার থেকে পাওয়া পাস রিসিভ করে কাছাকাছি থেকেও গোল করতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। তাগলিয়াফিকোর শট লেগে যায় গোলবারে। তবে এজন্য আলবিসেলেস্তেদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে হয়নি। ৫৬ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। ৮ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ৬৪ মিনিটে ব্র্যান্ডন আগুইলেরার অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কোস্টারিকার ডিফেন্সিভ মিডফিল্ডার ব্র্যান্ডন আগুইলেরা। তবে আগুইলেরার শট অনেক বাইরে দিয়ে চলে যায়।

কোস্টারিকার গোল মিসের সুযোগ হাতছাড়া হতে না হতেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। ৭৭ মিনিটে রদ্রিগো দি পলের থ্রু বল থেকে বল রিসিভ করেন লাওতারো মার্তিনেজ। রিসিভের পর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। ম্যাচ যতই শেষের দিকে গড়াতে থাকে, ব্যবধান বাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। তবে আর কোনো গোল করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে কোস্টারিকার বিপক্ষে অজেয় থাকার ধারাবাহিকতাও ধরে রাখল আর্জেন্টিনা। এ নিয়ে আটবারের মুখোমুখিতে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর পাশাপাশি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্কালোনির দল। আজকের ম্যাচটা স্কালোনির জন্য অবশ্য অতীতের এক স্মৃতিতে ফেরার উপলক্ষ ছিল। আর্জেন্টিনা কোচ হিসেবে ২০১৮ সালে এ মাঠেই নিজের প্রথম ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির আর্জেন্টিনা।

সেই লস অ্যাঞ্জেলস মেমোরিয়ালে ফিরে স্কালোনি কিন্তু হারের দুশ্চিন্তায় ছিলেন। প্রথমার্ধে আর্জেন্টিনাই দাপট ছড়িয়েছে। গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো ও হুলিয়ান আলভারেজরা। কিন্তু ৩৪ মিনিটে ম্যাচের ধারার বিপরীতে গোল হজম করে বসে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আর্জেন্টিনা।

র‌্যাঙ্কিংয়ে ৫৪তম কোস্টারিকার খেলোয়াড়েরা একটু নিচে নেমে রক্ষণ সামলেছে, আর ভরসা রেখেছিল নিজেদের প্রতি আক্রমণে ওঠার দক্ষতায়। ঠিক এভাবেই আলভারো জামোরা বাঁ প্রান্ত দিয়ে বল টেনে আর্জেন্টিনার বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জায়গায় অভিষিক্ত ওয়াল্টার বেনিতেজ শটটি সেভ করলেও বল হাতে রাখতে পারেননি। ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢোকা কোস্টারিকা ফরোয়ার্ড মানফ্রিদ উগালদে এই সুযোগে ফিরতি বলে গোল করেন। গত পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এটাই প্রথম গোল হজম আর্জেন্টিনার। সর্বশেষ ২০১৯ সালে তেল আবিবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে (২-২) গোল হজম করেছিল স্কালোনির দল। মাঝে ৯ ম্যাচে লাতিন দলটির জাল অক্ষতই ছিল।

এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। বেনিতেজের পাশাপাশি এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ঘটেছে অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্তিন কারবোনির। ৮২ মিনিটে দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী কারবোনি। এল সালভাদর ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন এনে কোস্টারিকার বিপক্ষে একাদশ সাজান স্কালোনি। বেনিতেজের পাশাপাশি আজ একাদশের হয়ে মাঠে নামেন নাহুয়েল মলিনা, ওতামেন্দি, ম্যাক অ্যালিস্টার, আলভারেজ ও গারনাচো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কোস্টারিকার বিপক্ষে হেসেখেলে জয় পেল আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কদিন আগেই এল সালভাদরের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয়া বিশ্ব চ্যাম্পিয়নরা আজ কোস্টারিকার বিপক্ষে পিছিয়ে পড়েছিল শুরুতেই। তবে আলবিসেলেস্তেদের ম্যাচে ফিরিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং পরে লাউতারো মার্টিনেজের করা আরও এক গোলেই দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার (২৭ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কোলিসিউমে প্রথমার্ধ খুব একটা ভালো কাটেনি আর্জেন্টিনার।

লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আজ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। চার মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে বাঁ পায়ে শট দেন আনহেল দি মারিয়া। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস তা প্রতিহত করেন। শুরুতে সুযোগ মিস করার পর কোস্টারিকার রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোলমুখ খুলতে পারছিল না আর্জেন্টিনা, যেখানে ১৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ এনজো ফার্নান্দেজ পেয়েছিলেন ঠিকই, তবে কোস্টারিকার গোলরক্ষক নাভাস প্রতিহত করেন।

এক মিনিট পর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির শটও ঠেকিয়ে দেন নাভাস। আর্জেন্টিনার এমন সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল করে কোস্টারিকা। ৩৪ মিনিটে গোল করেন কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগার্তে। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আর্জেন্টিনা প্রথমার্ধে পায়নি গোলের দেখা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কোস্টারিকা।

পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে দ্রুতই। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে ফ্রিকিকে গোল করেন দি মারিয়া। সমতায় ফেরার পর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। ওতামেন্দির কর্নার থেকে পাওয়া পাস রিসিভ করে কাছাকাছি থেকেও গোল করতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। তাগলিয়াফিকোর শট লেগে যায় গোলবারে। তবে এজন্য আলবিসেলেস্তেদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে হয়নি। ৫৬ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। ৮ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ৬৪ মিনিটে ব্র্যান্ডন আগুইলেরার অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কোস্টারিকার ডিফেন্সিভ মিডফিল্ডার ব্র্যান্ডন আগুইলেরা। তবে আগুইলেরার শট অনেক বাইরে দিয়ে চলে যায়।

কোস্টারিকার গোল মিসের সুযোগ হাতছাড়া হতে না হতেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। ৭৭ মিনিটে রদ্রিগো দি পলের থ্রু বল থেকে বল রিসিভ করেন লাওতারো মার্তিনেজ। রিসিভের পর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। ম্যাচ যতই শেষের দিকে গড়াতে থাকে, ব্যবধান বাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। তবে আর কোনো গোল করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে কোস্টারিকার বিপক্ষে অজেয় থাকার ধারাবাহিকতাও ধরে রাখল আর্জেন্টিনা। এ নিয়ে আটবারের মুখোমুখিতে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর পাশাপাশি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্কালোনির দল। আজকের ম্যাচটা স্কালোনির জন্য অবশ্য অতীতের এক স্মৃতিতে ফেরার উপলক্ষ ছিল। আর্জেন্টিনা কোচ হিসেবে ২০১৮ সালে এ মাঠেই নিজের প্রথম ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির আর্জেন্টিনা।

সেই লস অ্যাঞ্জেলস মেমোরিয়ালে ফিরে স্কালোনি কিন্তু হারের দুশ্চিন্তায় ছিলেন। প্রথমার্ধে আর্জেন্টিনাই দাপট ছড়িয়েছে। গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো ও হুলিয়ান আলভারেজরা। কিন্তু ৩৪ মিনিটে ম্যাচের ধারার বিপরীতে গোল হজম করে বসে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আর্জেন্টিনা।

র‌্যাঙ্কিংয়ে ৫৪তম কোস্টারিকার খেলোয়াড়েরা একটু নিচে নেমে রক্ষণ সামলেছে, আর ভরসা রেখেছিল নিজেদের প্রতি আক্রমণে ওঠার দক্ষতায়। ঠিক এভাবেই আলভারো জামোরা বাঁ প্রান্ত দিয়ে বল টেনে আর্জেন্টিনার বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জায়গায় অভিষিক্ত ওয়াল্টার বেনিতেজ শটটি সেভ করলেও বল হাতে রাখতে পারেননি। ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢোকা কোস্টারিকা ফরোয়ার্ড মানফ্রিদ উগালদে এই সুযোগে ফিরতি বলে গোল করেন। গত পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এটাই প্রথম গোল হজম আর্জেন্টিনার। সর্বশেষ ২০১৯ সালে তেল আবিবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে (২-২) গোল হজম করেছিল স্কালোনির দল। মাঝে ৯ ম্যাচে লাতিন দলটির জাল অক্ষতই ছিল।

এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। বেনিতেজের পাশাপাশি এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ঘটেছে অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্তিন কারবোনির। ৮২ মিনিটে দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী কারবোনি। এল সালভাদর ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন এনে কোস্টারিকার বিপক্ষে একাদশ সাজান স্কালোনি। বেনিতেজের পাশাপাশি আজ একাদশের হয়ে মাঠে নামেন নাহুয়েল মলিনা, ওতামেন্দি, ম্যাক অ্যালিস্টার, আলভারেজ ও গারনাচো।