Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত, ফাইনাল মায়ামিতে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আয়োজকরা। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।

দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আগেই জানিয়েছে, ২০ জুন উদ্বোধনী ম্যাচটা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

সোমবার (৪ ডিসেম্বর) কনমেবল জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়াম এবং নেভাডার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনাল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল।

টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো অস্টিনের কিউ-২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক।

গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল চলবে ৪ থেকে ৬ জুলাই। তার পর সেমিফাইনাল ৯, ১০ জুলাই এবং তৃতীয়স্থান নির্ধারণী ১৩ জুলাই।

কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় আয়োজিত হয়েছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে এবারের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে।

কনবেমল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো দমনিগেজ বলেছিলেন, ফুটবলের আবেগ এই দুর্দান্ত দেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, যা ভেন্যুতে উপস্থিত থাকা হাজার হাজার ভক্ত এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের জন্য উত্তেজনা এবং রোমাঞ্চ নিয়ে আসবে।

আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র।

কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা সবশেষ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির নেতৃত্বে। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল মহলে। মেসিও চাচ্ছেন ২০২৪ কোপা আমেরিকা খেলতে। ধারণা করা হচ্ছে তিনি এই টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে সম্প্রতি তার এক সতীর্থ জানিয়েছে কোপার শিরোপা জিতলে মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত, ফাইনাল মায়ামিতে

প্রকাশের সময় : ০১:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আয়োজকরা। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।

দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আগেই জানিয়েছে, ২০ জুন উদ্বোধনী ম্যাচটা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

সোমবার (৪ ডিসেম্বর) কনমেবল জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়াম এবং নেভাডার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনাল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল।

টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো অস্টিনের কিউ-২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক।

গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল চলবে ৪ থেকে ৬ জুলাই। তার পর সেমিফাইনাল ৯, ১০ জুলাই এবং তৃতীয়স্থান নির্ধারণী ১৩ জুলাই।

কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় আয়োজিত হয়েছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে এবারের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে।

কনবেমল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো দমনিগেজ বলেছিলেন, ফুটবলের আবেগ এই দুর্দান্ত দেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, যা ভেন্যুতে উপস্থিত থাকা হাজার হাজার ভক্ত এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের জন্য উত্তেজনা এবং রোমাঞ্চ নিয়ে আসবে।

আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র।

কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা সবশেষ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির নেতৃত্বে। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল মহলে। মেসিও চাচ্ছেন ২০২৪ কোপা আমেরিকা খেলতে। ধারণা করা হচ্ছে তিনি এই টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে সম্প্রতি তার এক সতীর্থ জানিয়েছে কোপার শিরোপা জিতলে মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন।