নিজস্ব প্রতিবেদক :
কোনও ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন (ইআরএফ) মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। এর ব্যত্যয় হলে শাস্তি দেয়া হবে। শুধুমাত্র মালিকরা এককভাবে কোনও ব্যাংক ধ্বংস করতে পারে না। এর জন্য কর্মকর্তারাও দায়ী। এ সময় একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলেও জানান তিনি।
২০ কোটি টাকার বেশি যত ঋণ দেওয়া হয়েছে সব তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত পৃথিবীর সবচেয়ে বেশি। আমরা কোন তথ্য গোপন করিনি। তবে ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, প্রয়োজনে আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে তাদের সময়ে এটা করে যেতে পারে, তাই আমরা চাই।
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোন সম্ভাবনা জানিয়ে তিনি বলেন, ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানো দরকার নেই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। আমাদের লক্ষ্য চলতি বছরে ৩৪-৩৫ বিলিয়নে রিজার্ভ নিয়ে যাওয়া।
নিজস্ব প্রতিবেদক 





















