Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলন নিয়ে দেশ-বিদেশে অপপ্রচার চলছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোটা আন্দোলন নিয়ে দেশে ও দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছে অনেকে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের বাক স্বাধীনতা। এতে প্রতীয়মান হয় দেশে অধিকার চর্চার সুযোগ অবারিত।

রোববার (৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিসয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। এটি স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা।

শিক্ষামন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। এতে প্রমাণ হয়, বাংলাদেশে বাকস্বাধীনতা আছে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারীরা এমন কোনো ইস্যু পেলে তা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। আমাদের দেখতে হবে, এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা।
এ ছাড়া বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন জানিয়ে শিক্ষামন্ত্রী বেলন, ‘এটা নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

কোটা আন্দোলন নিয়ে দেশ-বিদেশে অপপ্রচার চলছে : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোটা আন্দোলন নিয়ে দেশে ও দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছে অনেকে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের বাক স্বাধীনতা। এতে প্রতীয়মান হয় দেশে অধিকার চর্চার সুযোগ অবারিত।

রোববার (৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিসয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। এটি স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা।

শিক্ষামন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। এতে প্রমাণ হয়, বাংলাদেশে বাকস্বাধীনতা আছে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারীরা এমন কোনো ইস্যু পেলে তা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। আমাদের দেখতে হবে, এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা।
এ ছাড়া বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন জানিয়ে শিক্ষামন্ত্রী বেলন, ‘এটা নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।’