নিজস্ব প্রতিবেদক :
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহমান (৪৪) নামে আরো এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন।
বুধবার (৩১ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
হাসপাতালে নিহত আব্দুর রহমানের শ্যালক মো. হুমায়ূন কবির জানান, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার দক্ষিণ চৌয়া গ্রামে। আব্দুর রহমানের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রামে কৃষিকাজ করতেন।
হুমায়ূন কবির আরও জানান, গত ২০ জুলাই (শনিবার) বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদীর পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগেই পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তাঁর পিঠে একটি গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়।
নিহত আব্দুর রহমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তার শ্যালক হুমায়ূন কবির।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই ব্যক্তির পিঠে গুলি বিদ্ধ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।