Dhaka সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-র‌্যাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা হয়েছে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাতদের ঢুকে যাওয়ার খবর পেয়ে অনেক লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে এবং ব্যাংকটির ভেতরে গ্রাহকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ভেতর থেকে একটি গুলির আওয়াজও শোনা যায়।

এখন পর্যন্ত ব্যাংকটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাইকিং করে ভেতর থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‌্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবনের ভেতরে কী পরিমাণ ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আড়াই বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-র‌্যাব

প্রকাশের সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা হয়েছে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাতদের ঢুকে যাওয়ার খবর পেয়ে অনেক লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে এবং ব্যাংকটির ভেতরে গ্রাহকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ভেতর থেকে একটি গুলির আওয়াজও শোনা যায়।

এখন পর্যন্ত ব্যাংকটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাইকিং করে ভেতর থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‌্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবনের ভেতরে কী পরিমাণ ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।