বিনোদন ডেস্ক :
প্রেক্ষাগৃহে চলছে ঢালিউডের কিং শাকিব খানের ‘দরদ’ সিনেমা, অন্যদিকে ভারতের মুম্বাইয়ে, ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ‘বরবাদ’ সিনেমা আগামী ইদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২৪ অক্টোবর ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হয়েছে। জানা গেছে, বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং হবে সিনেমাটির। বরবাদে শাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে প্রিয়তমা খ্যত টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত জাহান। এরই মধ্যে আইটেম গানের শুটিং হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি শাবিক খান বরবার সিনেমা নিয়ে বলেছেন, বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটে সিনেমা। আপনার দেখে বলবেন ওয়াও, এটা কী দেখলাম।
বিনোদন ডেস্ক 
























