বিনোদন ডেস্ক :
অনবদ্য সব কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী রুনা খান। তবে অভিনয়ের বাইরে মাঝেমধ্যেই চমকে দেন তিনি। সামাজিক যোগাযোগের পাতায় হাজির হন নতুন রূপে। কখনো ওজন কমানো আবার কখনো খোলামেলা পোশাকে ধরা দেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৪ মে) দুপুরের দিকে ফেসবুকে কৃষ্ণচূড়ার লাল রঙে নিজের কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
তাতে দেখা যায়, লাল শাড়ী, পিঠ খোলা টাউট লাল ব্লাউজ পড়ে খোপায় গুজেছেন কৃষ্ণচূড়া ফুল। আবার খোলা চুলেও একাধিক ছবি রয়েছে। নানা পোজে তোলা এইসব ছবি পোস্ট করে রুনা ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’
মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্যে করেছেন অনুসারীরা।
একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু।’ আরেকজন লিখেছেন, ‘অভিনেত্রী মুনিরা আখতার মিঠু লিখেছেন ‘ বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী, মিষ্টি নারী রুনা খান’। মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আগুন কোথায় লেগেছে সেটা বলা মুশকিল’।
শানায়ের দেবী শানু ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ আগুন লেগে গেছে সবার মনে মনে,অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু’। ফাতেমা আবেদিন নাজলা লিখেছেন, ‘ফায়ার সার্ভিস ডাকো’। অন্যজন লিখেছেন ‘মাথাডা গুতাচ্ছে’। আরেকজন লিখেছেন ‘পুরাই দাউ দাউ করে জ্বলছে’। সাইফ খান একটি কার্টুন ছবির সাথে লিখেছেন, ‘মাথায় টুপি আছে বলে কিছু বললাম না’।
শাহাদাত রাসেল বলেছেন, ‘এইগুলো ঠিক না ঠিক না ঠিক না…. বাচ্চা পোলাপানগুলো বিভ্রান্ত হয়’। আরেকজন ব্যাঙ্গ করে বলেছেন ‘ভাভাগো ভাবা’। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় রুনা খানের। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।