Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তি চরমে

কুষ্টিয়া প্রতিনিধি : 

বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মত কুষ্টিয়া থেকে-খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে কুষ্টিয়ার কোনো বাস খুলনায় ছেড়ে যায়নি। আবার খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়ায় আসেনি। একইভাবে কুষ্টিয়া-ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এ দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। হঠাৎ ধর্মঘট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। কিন্তু গত বুধবার বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। চলমান বাস ধর্মঘটের বিষয় নিয়ে শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তি চরমে

প্রকাশের সময় : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি : 

বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মত কুষ্টিয়া থেকে-খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে কুষ্টিয়ার কোনো বাস খুলনায় ছেড়ে যায়নি। আবার খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়ায় আসেনি। একইভাবে কুষ্টিয়া-ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এ দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। হঠাৎ ধর্মঘট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। কিন্তু গত বুধবার বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। চলমান বাস ধর্মঘটের বিষয় নিয়ে শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।