Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আলী (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী দিপেন্দ্রনাথ সিংহ।

নিহত রাজু আলী কুড়িগ্রাম জেলার শাহ আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, শ্রমিক শহীদ (২৬), সবুজ (২৫), আরিফুল (২৮), সাজু (১৭), সুমন (২০) ও আরমান (২৬)। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন রাজু আলীসহ বেশ কয়েকজন শ্রমিক। তারা নিচ তলা থেকে ৫ তলায় দড়িতে বেঁধে রড উঠাচ্ছিলেন। এসময় রডের অংশ হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। ফলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে রাজু মারা যান। পরে আহত হন ৬ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই রাজুর মৃত্যু হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপেন্দ্রনাথ সিংহ বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিচ থেকে ওপরে রড তোলার সময় রডের অংশ হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লেগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে অবশেষে সরব অপু বিশ্বাস

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আলী (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী দিপেন্দ্রনাথ সিংহ।

নিহত রাজু আলী কুড়িগ্রাম জেলার শাহ আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, শ্রমিক শহীদ (২৬), সবুজ (২৫), আরিফুল (২৮), সাজু (১৭), সুমন (২০) ও আরমান (২৬)। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন রাজু আলীসহ বেশ কয়েকজন শ্রমিক। তারা নিচ তলা থেকে ৫ তলায় দড়িতে বেঁধে রড উঠাচ্ছিলেন। এসময় রডের অংশ হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। ফলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে রাজু মারা যান। পরে আহত হন ৬ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই রাজুর মৃত্যু হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপেন্দ্রনাথ সিংহ বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিচ থেকে ওপরে রড তোলার সময় রডের অংশ হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লেগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।