Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি ৭ ফুট লম্বা ইরাবতী প্রজাতির মৃত্যু মা ডলফিন ভেসে এসেছে। এর মাথায় ছেঁড়া জালের টুকরা প্যাঁচানো রয়েছে। পুরো শরীরে চামড়া ওঠানো।

শনিবার (২৫ মে) সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। এ ডলফিনটি রাতের জোয়ারে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২ মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল কাইয়ুম জানান, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে এ ডলফিনটি সৈকতে ভেসে এসে আটকা পড়েছে। তবে ডলফিনটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। এটি হয়তো কোনো জেলের জালে আটকা পড়ে মারা গেছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো, তার কারণে মনে হচ্ছে ছেঁড়া জালে আঁটকে এর মৃত্যু হয়েছে। শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই-তিন আগে এর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ব্যাপক সংখ্যায় ডলফিন মারা যাওয়ার কারণ খুঁজে বের করতে আমরা গবেষণা চালাচ্ছি।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

প্রকাশের সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি ৭ ফুট লম্বা ইরাবতী প্রজাতির মৃত্যু মা ডলফিন ভেসে এসেছে। এর মাথায় ছেঁড়া জালের টুকরা প্যাঁচানো রয়েছে। পুরো শরীরে চামড়া ওঠানো।

শনিবার (২৫ মে) সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। এ ডলফিনটি রাতের জোয়ারে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২ মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল কাইয়ুম জানান, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে এ ডলফিনটি সৈকতে ভেসে এসে আটকা পড়েছে। তবে ডলফিনটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। এটি হয়তো কোনো জেলের জালে আটকা পড়ে মারা গেছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো, তার কারণে মনে হচ্ছে ছেঁড়া জালে আঁটকে এর মৃত্যু হয়েছে। শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই-তিন আগে এর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ব্যাপক সংখ্যায় ডলফিন মারা যাওয়ার কারণ খুঁজে বের করতে আমরা গবেষণা চালাচ্ছি।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’