নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু ট্রেন ও আসন সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের।
যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৮৯৫ সালে কুমিল্লা রেলওয়ে স্টেশনটি চালু হয়। বর্তমানে চারটি প্ল্যাটফর্ম দিয়ে প্রতিদিন ১৬টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ বিভিন্ন জেলার ট্রেন চলে এই ষ্টেশন থেকে। এসব ট্রেনে আসন আছে মাত্র আটশ নব্বইটি। প্রতিদিন এ স্টেশন দিয়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন করা হয়েছে। তারপরও যাত্রীর তুলনায় এক তৃতীয়াংশ আসন কম। আধুনিকায়নের সুফল পেতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানালেন যাত্রীরা।
রেল মন্ত্রণাালয় ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানান স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান।