Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন রশিদ খান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খানের ক্যারিয়ারের উত্থানে অবদান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বড় তারকা বনে যাওয়ার আগে খেলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে আবারও বিপিএলে ফিরছেন, এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের ময়দান মাতাবেন তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।

আসন্ন ২০২৪ সালেও কুমিল্লা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সে লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি।

রশিদ ছাড়াও বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটারকে দলে টেনেছে কুমিল্লা। এই তালিকায় আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং ইংল্যান্ডের মঈন আলীকে। দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল কুমিল্লা।

এর আগের মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।

এর আগে, ২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।

অন্যদিকে বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা। এখন পর্যন্ত ৭ বার অংশ নিয়ে চারবারই শিরোপা উল্লাস করেছে তারা। ২০১৫ ও ২০১৯ সালের পর শেষ দুই আসরেও বিপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করে নাফিসা কামালের দল।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন রশিদ খান

প্রকাশের সময় : ০১:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খানের ক্যারিয়ারের উত্থানে অবদান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বড় তারকা বনে যাওয়ার আগে খেলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে আবারও বিপিএলে ফিরছেন, এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের ময়দান মাতাবেন তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।

আসন্ন ২০২৪ সালেও কুমিল্লা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সে লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি।

রশিদ ছাড়াও বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটারকে দলে টেনেছে কুমিল্লা। এই তালিকায় আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং ইংল্যান্ডের মঈন আলীকে। দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল কুমিল্লা।

এর আগের মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।

এর আগে, ২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।

অন্যদিকে বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা। এখন পর্যন্ত ৭ বার অংশ নিয়ে চারবারই শিরোপা উল্লাস করেছে তারা। ২০১৫ ও ২০১৯ সালের পর শেষ দুই আসরেও বিপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করে নাফিসা কামালের দল।