Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে আটকের পর কুকুর লেলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হলেন- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), একই জেলার সদরের মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর যুবকের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে।কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যুবক বাঁচার জন্য চিৎকার করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে।

পরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে গ্রেফতার করে।

তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল।

তাদের দাবি, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার দুপুরে এ ধরনের ঘটনা ঘটত, তাই শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। এ সময় ওই যুবক কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে তারা তাকে আটক করে।

এ ঘটনায় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রহরা বাসায়। এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় তারা ওৎ পেতে থেকে জয়কে মিলের ভেতর থেকে আটক করে এবং মারধর করে। এ সময় তিনটি জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়।” জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল তবে তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মেজর সাদমান ইবনে আলম বলেন, কুকুরের কামড়ের আহত জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে নির্যাতনের শিকার জয় তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে আটকের পর কুকুর লেলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হলেন- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), একই জেলার সদরের মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর যুবকের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে।কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যুবক বাঁচার জন্য চিৎকার করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে।

পরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে গ্রেফতার করে।

তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল।

তাদের দাবি, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার দুপুরে এ ধরনের ঘটনা ঘটত, তাই শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। এ সময় ওই যুবক কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে তারা তাকে আটক করে।

এ ঘটনায় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রহরা বাসায়। এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় তারা ওৎ পেতে থেকে জয়কে মিলের ভেতর থেকে আটক করে এবং মারধর করে। এ সময় তিনটি জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়।” জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল তবে তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মেজর সাদমান ইবনে আলম বলেন, কুকুরের কামড়ের আহত জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে নির্যাতনের শিকার জয় তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।