Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাতজন।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদনগর এমএ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার কেতুন্দিয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৬২) এবং ভবানিপুর গ্রামের মনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গৌরীপুর থেকে দাউদকান্দিগামী একটি মাইক্রোবাসে যাত্রী উঠানোর সময় পেছন থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুলাল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত আট জনকে দাউদাকন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

আহত সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

কুমিল্লায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাতজন।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদনগর এমএ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার কেতুন্দিয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৬২) এবং ভবানিপুর গ্রামের মনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গৌরীপুর থেকে দাউদকান্দিগামী একটি মাইক্রোবাসে যাত্রী উঠানোর সময় পেছন থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুলাল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত আট জনকে দাউদাকন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

আহত সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।