কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার শহরতলী দৌলতপুরে ছায়া বিতান এলাকা মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে ঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, শুক্রবার বিকালে দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেতারা দৌলতপুর ছায়াবিতান এলাকার হানিফ মিয়ার মেয়ে। এ সময় সেতারার ভাই দাউদ (৩০) পালিয়ে যায়। সম্পর্কে তিনি সেতারা আক্তারের ভাই।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টের আসামি ধরতে যায়। এ সময় সন্দেহজনক ওই ঘর তল্লাশি করার সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও আরেকজন পালিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 






















