Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রকাশ্যে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন। আটক সাফায়াত আলী (৩৬) একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত সেখানে হাজির হয়ে লিটনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে সাফায়াতকে আটক করে পুলিশ। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানাতে পারেনি স্থানীয়রা।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টায় সাফায়াতকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

কুমিল্লায় প্রকাশ্যে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন। আটক সাফায়াত আলী (৩৬) একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত সেখানে হাজির হয়ে লিটনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে সাফায়াতকে আটক করে পুলিশ। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানাতে পারেনি স্থানীয়রা।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টায় সাফায়াতকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।