Dhaka শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো ৫ জন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালগাঁও গ্রামের হাসান আলীর ছেলে আব্দুস সাত্তার (৬২) ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম (৩৫)। আহত হয়েছেন নিহত খোরশেদের আত্মীয় জহির, জয়নাল ও মোর্শেদ।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, একটি জমি নিয়ে আব্দুস সাত্তার এবং তার প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলছি। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চার জনকে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোরশেদ। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা শুনে জয়নালের লোকরা এসে সাত্তারকে পিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল রাফি বলেন, জহিরুল ইসলাম জহির (২২), খোরশেদ ও জয়নাল আবেদিনকে (৪৬) এই হাসপাতালে আনা হয়েছিল। তাদের সবার অবস্থার খারাপ ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছি। শুনেছি দাউদকান্দি এলাকায় পৌঁছালে খোরশেদ নামের একজন মারা গেছেন। পরে তার লাশ নিয়ে আসা হয়। বাকিরা ঢাকায় আছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। বিস্তারিত পরে জানানো যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো ৫ জন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালগাঁও গ্রামের হাসান আলীর ছেলে আব্দুস সাত্তার (৬২) ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম (৩৫)। আহত হয়েছেন নিহত খোরশেদের আত্মীয় জহির, জয়নাল ও মোর্শেদ।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, একটি জমি নিয়ে আব্দুস সাত্তার এবং তার প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলছি। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চার জনকে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোরশেদ। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা শুনে জয়নালের লোকরা এসে সাত্তারকে পিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল রাফি বলেন, জহিরুল ইসলাম জহির (২২), খোরশেদ ও জয়নাল আবেদিনকে (৪৬) এই হাসপাতালে আনা হয়েছিল। তাদের সবার অবস্থার খারাপ ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছি। শুনেছি দাউদকান্দি এলাকায় পৌঁছালে খোরশেদ নামের একজন মারা গেছেন। পরে তার লাশ নিয়ে আসা হয়। বাকিরা ঢাকায় আছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। বিস্তারিত পরে জানানো যাবে।