Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা ও শিশুর

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মা ও শিশু মারা গেছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ইয়াছিন মিয়া।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ইউটার্ন এলাকায় মল্লিকা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিন মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) এবং তাদের ছেলে আলভী (১৫ মাস)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াছিন মিয়ার স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে বোনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি একই উপজেলার ভাগালপুর গ্রামে যাচ্ছিলেন। মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রোড ইউটার্ন এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানচাপায় ইয়াছিনের স্ত্রী ও সন্তান সড়কেই পিষ্ট হয়। স্থানীয়রা আহতদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক মা ও শিশুসন্তানকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হন ইয়াছিন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দু’টি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা ও শিশুর

প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মা ও শিশু মারা গেছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ইয়াছিন মিয়া।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ইউটার্ন এলাকায় মল্লিকা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিন মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) এবং তাদের ছেলে আলভী (১৫ মাস)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াছিন মিয়ার স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে বোনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি একই উপজেলার ভাগালপুর গ্রামে যাচ্ছিলেন। মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রোড ইউটার্ন এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানচাপায় ইয়াছিনের স্ত্রী ও সন্তান সড়কেই পিষ্ট হয়। স্থানীয়রা আহতদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক মা ও শিশুসন্তানকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হন ইয়াছিন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দু’টি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।