কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- ওই গ্রামের মানিক উল্লাহের ছেলে এরশাদুল হক (৪২), খাদেম হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
গুরুতর আহত হয়েছেন একই গ্রামের পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫)।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ছিলাখানায় প্রায় এক বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন চাচাত-জ্যেঠাত চার ভাই। তারা হলেন বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নূর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান।
পরে জমিটি মানিক ও নূর মোহাম্মদ দখলে নিলে এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এর সমাধান হয়নি।
সবশেষ রোববার সকাল আলতাফ ও আজিজার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটির দখল নিতে যান। মানিক ও নূর মোহাম্মদ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলেই মারা যায় এরশাদুল হক ও কুলছুম বেগম। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আলতাফ হোসেন।
আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 





















