Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাহাদ হাসান তুষার (২৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের দায়ের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আবহাওয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাহাদ হাসান তুষার (২৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের দায়ের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।