Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুকুর-বিড়াল উদ্ধারের অনুরোধ জানালেন নিলয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ২১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বন্যার পানিতে ডুবে আছে মানুষ। আকস্মিক বন্যার কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলা এখন পানিবন্দী। দুর্গত এইসব এলাকায় মানুষের সঙ্গে বন্দী হয়ে পড়েছে তাঁদের পোষা প্রাণীগুলো। এর মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি। মানুষকে সহায়তার পাশাপাশি সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

নিলয় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ যেখানে মরে যাচ্ছে, সেখানে কুকুর–বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই হয়তো বলছে সবাই। কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায়, তখন কুকুরটার কেমন লাগতে পারে। কুকুর তো দুধ দেয় না, ডিম দেয় না। কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে।

নিলয়ের এমন পোস্টের তাঁর ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, ‘সবার বাঁচার অধিকার আছে।’, ‘পোষা প্রাণীগুলো সঙ্গে নেওয়া হচ্ছে।’, ‘উদ্ধারকারীদের উচিত কুকুর–বিড়ালগুলোকে তাদের পাশে করে নিয়ে যাওয়া।’ তবে কেউ আবার মন্তব্য করেছেন, ‘এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে। আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে! বাঁচতে তো অন্য প্রাণীরাও চায়। তারপরেও সবাই উদ্ধার পাক।’ এই অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশে লিখেছেন, ‘উদ্ধারকারী ভাই ও বোনেরা, কুকুর–বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন, প্লিজ’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুকুর-বিড়াল উদ্ধারের অনুরোধ জানালেন নিলয়

প্রকাশের সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক : 

বন্যার পানিতে ডুবে আছে মানুষ। আকস্মিক বন্যার কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলা এখন পানিবন্দী। দুর্গত এইসব এলাকায় মানুষের সঙ্গে বন্দী হয়ে পড়েছে তাঁদের পোষা প্রাণীগুলো। এর মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি। মানুষকে সহায়তার পাশাপাশি সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

নিলয় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ যেখানে মরে যাচ্ছে, সেখানে কুকুর–বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই হয়তো বলছে সবাই। কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায়, তখন কুকুরটার কেমন লাগতে পারে। কুকুর তো দুধ দেয় না, ডিম দেয় না। কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে।

নিলয়ের এমন পোস্টের তাঁর ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, ‘সবার বাঁচার অধিকার আছে।’, ‘পোষা প্রাণীগুলো সঙ্গে নেওয়া হচ্ছে।’, ‘উদ্ধারকারীদের উচিত কুকুর–বিড়ালগুলোকে তাদের পাশে করে নিয়ে যাওয়া।’ তবে কেউ আবার মন্তব্য করেছেন, ‘এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে। আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে! বাঁচতে তো অন্য প্রাণীরাও চায়। তারপরেও সবাই উদ্ধার পাক।’ এই অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশে লিখেছেন, ‘উদ্ধারকারী ভাই ও বোনেরা, কুকুর–বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন, প্লিজ’।