Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুকুরসহ বিমান থেকে লাফ দিলেন দম্পতি!

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • ১৮৪ জন দেখেছেন

সংগৃহীত ছবি

বিমানটি সবেমাত্র স্টার্ট নিয়েছে। টেকঅফ পয়েন্ট থেকে ঘুরে বিমানটি যখন রানওয়েতে চলছিল তখনই ঘটলো এক ঘটনা। বিমান থেকে লাফিয়ে পড়লেন এক দম্পতি। সাথে তাদের কুকুরও। আটলান্টাগামী ডেলটা এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনা ঘটেছে এই ঘটনা।

বিমানটি যখন সবে চলতে শুরু করেছে রানওয়েতে এমন সময় এই দম্পতির মনে হয়, টেক-অফের আগেই ঝটপট নেমে যাওয়া উচিত বিমান থেকে। এরপর কেবিন ডোর খুলে, রানওয়েতে লাফিয়ে পড়লেন দু’জনে। একজন ৩১ বছরের অ্যান্টনিও মার্ডক, আর একজন ২৩ বছরের ব্রিয়ানা গ্রেকো। সঙ্গে রয়েছে আবার তাদের কুকুর।

তাদের এই উদ্ভট আচরণে, সমস্যায় পড়েছেন গোটা প্লেনের যাত্রীরা।

সম্প্রতি এই দম্পতি ঘটিয়েছেন এমন ব্যাপার। অ্যান্টনিও এবং ব্রিয়ানা চড়েছিলেন ডেল্টা এয়ারলাইনসের একটি প্লেনে। নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্টের অথরিটিকে তারা অবশ্য জানিয়েছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার আছে অ্যান্টনিও’র।

প্লেনে চাপার ঠিক পরেই, এই সংক্রান্ত সমস্যা শুরু হয় তার। আর সে কারণেই, এমারজেন্সি গেট দিয়ে প্লেন থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।

আরও পড়ুন : ৩০ বছর ধরে ১ টাকায় সিঙ্গাড়া বেচেন ছলেমান

এমন অদ্ভুত ঘটনা সামনে থেকে দেখেছেন ব্রায়ান প্লামার নামের অন্য এক যাত্রী। তার কথায়, বিমান চলতে শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই, অ্যাটেন্ড্যান্টের কথা উপেক্ষা করে, কেবিন ডোর খুলে বাইরে লাফিয়ে পড়েন তার দুই সহযাত্রী।

এই দম্পতি তাদের কুকুরকে নিয়ে প্লেন থেকে নেমে যাওয়ার পর, প্লেনটি ফিরে আসে। এরপর অন্য যাত্রীদেরও নামিয়ে আনা হয় প্লেন থেকে এবং যাওয়ার ব্যবস্থা করা হয় অন্য প্লেনে।

তবে এই ঘটনায়, কেউ আহত হননি। এছাড়া গ্রেফতার করা হয়েছে মার্ডক এবং গ্রেকো-কে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়া এবং উশৃঙ্খল আচরণ, প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করা।

এর কিছুদিন আগেই, লাস ভেগাসে, প্লেন টেক-অফের আগে প্লেনের ডানায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। গ্রেফতার করা হয়েছিল তাকেও। তার এই উদ্ভট স্টান্টের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা হাসান

কুকুরসহ বিমান থেকে লাফ দিলেন দম্পতি!

প্রকাশের সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

বিমানটি সবেমাত্র স্টার্ট নিয়েছে। টেকঅফ পয়েন্ট থেকে ঘুরে বিমানটি যখন রানওয়েতে চলছিল তখনই ঘটলো এক ঘটনা। বিমান থেকে লাফিয়ে পড়লেন এক দম্পতি। সাথে তাদের কুকুরও। আটলান্টাগামী ডেলটা এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনা ঘটেছে এই ঘটনা।

বিমানটি যখন সবে চলতে শুরু করেছে রানওয়েতে এমন সময় এই দম্পতির মনে হয়, টেক-অফের আগেই ঝটপট নেমে যাওয়া উচিত বিমান থেকে। এরপর কেবিন ডোর খুলে, রানওয়েতে লাফিয়ে পড়লেন দু’জনে। একজন ৩১ বছরের অ্যান্টনিও মার্ডক, আর একজন ২৩ বছরের ব্রিয়ানা গ্রেকো। সঙ্গে রয়েছে আবার তাদের কুকুর।

তাদের এই উদ্ভট আচরণে, সমস্যায় পড়েছেন গোটা প্লেনের যাত্রীরা।

সম্প্রতি এই দম্পতি ঘটিয়েছেন এমন ব্যাপার। অ্যান্টনিও এবং ব্রিয়ানা চড়েছিলেন ডেল্টা এয়ারলাইনসের একটি প্লেনে। নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্টের অথরিটিকে তারা অবশ্য জানিয়েছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার আছে অ্যান্টনিও’র।

প্লেনে চাপার ঠিক পরেই, এই সংক্রান্ত সমস্যা শুরু হয় তার। আর সে কারণেই, এমারজেন্সি গেট দিয়ে প্লেন থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।

আরও পড়ুন : ৩০ বছর ধরে ১ টাকায় সিঙ্গাড়া বেচেন ছলেমান

এমন অদ্ভুত ঘটনা সামনে থেকে দেখেছেন ব্রায়ান প্লামার নামের অন্য এক যাত্রী। তার কথায়, বিমান চলতে শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই, অ্যাটেন্ড্যান্টের কথা উপেক্ষা করে, কেবিন ডোর খুলে বাইরে লাফিয়ে পড়েন তার দুই সহযাত্রী।

এই দম্পতি তাদের কুকুরকে নিয়ে প্লেন থেকে নেমে যাওয়ার পর, প্লেনটি ফিরে আসে। এরপর অন্য যাত্রীদেরও নামিয়ে আনা হয় প্লেন থেকে এবং যাওয়ার ব্যবস্থা করা হয় অন্য প্লেনে।

তবে এই ঘটনায়, কেউ আহত হননি। এছাড়া গ্রেফতার করা হয়েছে মার্ডক এবং গ্রেকো-কে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়া এবং উশৃঙ্খল আচরণ, প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করা।

এর কিছুদিন আগেই, লাস ভেগাসে, প্লেন টেক-অফের আগে প্লেনের ডানায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। গ্রেফতার করা হয়েছিল তাকেও। তার এই উদ্ভট স্টান্টের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।