Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে রাজশাহী বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জে আদালতে আনা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

কিশোরগঞ্জের কারাধ্যক্ষ (জেলার) আসাদুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের কয়েকটি স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

প্রকাশের সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে রাজশাহী বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জে আদালতে আনা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

কিশোরগঞ্জের কারাধ্যক্ষ (জেলার) আসাদুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের কয়েকটি স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।