কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে কামালপুর গ্রামে এ ঘটনায় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিঠামইন থানার এসআই আল মোমেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিঠামইন বাজার থেকে সোমবার রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে এই মিছিল আয়োজন করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন।
তারা বলেন, মিছিল থেকে কয়েকজন কর্মী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে জানালা ও আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে তারা। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।
এসআই আল মোমেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 
























