কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বলেন, শনিবার ভোরে বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যাচ্ছিলেন নুরু খান। এ তিনি আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন।
তার আর্তচিৎকার শুনে দৌড়ে যান তার ছোট ভাই ফজলু খান। কিন্তু তিনিও একই তারে জড়িয়ে পড়েন। এতে করে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সহোদরের।
ওসি মারুফ আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুই ভাইয়ের এমন মৃত্যুতে গ্রামটিতে শোক নেমে এসেছে।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 























