Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কিছু কুকুর চারবার শুনলেই নতুন শব্দ শেখে!

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ১৮৯ জন দেখেছেন

ফাইল ছবি

প্রণিজগতে কুকুর হলো সবচেয়ে বিশ^স্ত। কুকুর মানেই মনিবের ভক্ত। মনিবের জন্য কুকুরের প্রাণ বিসর্জনের ঘটনাও আছে অনেক। গবেষণা বলছে, এক প্রজাতির বুদ্ধিমান কুকুর চারবার শুনলেই সেই শব্দ শিখে ফেলতে পারে।

নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন-এর ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশিরভাগ কুকুরকে উচ্চমাত্রার প্রশিক্ষণ না দেওয়া হলে কোনো শব্দই শিখতে পারে না। তবে গবেষকরা দেখেছেন, কিছু পোষা কুকুর অত্যন্ত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।

হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, দুই ধরনের কুকুরকে মাত্র চারবার করে শব্দ বলার পর তা তারা শিখে ফেলছে।

গবেষক ফুগাসা বলেছেন, সাতটি খেলনার সঙ্গে নতুন আরেকটি খেলনা রেখে মাত্র চারবার তার নাম বলা হয়েছে। পরে ওই কুকুরকে সেই খেলনার নাম বলার পর ইতিবাচক ফল দেখিয়েছে।

জানা গেছে, কুকুর দুটি নির্দিষ্ট খেলনা বেছে বের করে এনেছে। কোনোভাবেই তারা অন্য খেলনা তুলে নেয়নি।

আরো ২০টি কুকুরের ওপর গবেষণা করে দেখা গেছে, তারা নির্দিষ্ট খেলনা বেছে বের করতে পারেনি। ২২টি কুকুরের মধ্যে মাত্র ২টি সফল হয়েছে।

সূত্র: সিএনএন

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

কিছু কুকুর চারবার শুনলেই নতুন শব্দ শেখে!

প্রকাশের সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

প্রণিজগতে কুকুর হলো সবচেয়ে বিশ^স্ত। কুকুর মানেই মনিবের ভক্ত। মনিবের জন্য কুকুরের প্রাণ বিসর্জনের ঘটনাও আছে অনেক। গবেষণা বলছে, এক প্রজাতির বুদ্ধিমান কুকুর চারবার শুনলেই সেই শব্দ শিখে ফেলতে পারে।

নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন-এর ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশিরভাগ কুকুরকে উচ্চমাত্রার প্রশিক্ষণ না দেওয়া হলে কোনো শব্দই শিখতে পারে না। তবে গবেষকরা দেখেছেন, কিছু পোষা কুকুর অত্যন্ত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।

হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, দুই ধরনের কুকুরকে মাত্র চারবার করে শব্দ বলার পর তা তারা শিখে ফেলছে।

গবেষক ফুগাসা বলেছেন, সাতটি খেলনার সঙ্গে নতুন আরেকটি খেলনা রেখে মাত্র চারবার তার নাম বলা হয়েছে। পরে ওই কুকুরকে সেই খেলনার নাম বলার পর ইতিবাচক ফল দেখিয়েছে।

জানা গেছে, কুকুর দুটি নির্দিষ্ট খেলনা বেছে বের করে এনেছে। কোনোভাবেই তারা অন্য খেলনা তুলে নেয়নি।

আরো ২০টি কুকুরের ওপর গবেষণা করে দেখা গেছে, তারা নির্দিষ্ট খেলনা বেছে বের করতে পারেনি। ২২টি কুকুরের মধ্যে মাত্র ২টি সফল হয়েছে।

সূত্র: সিএনএন