Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে যাত্রীবাহী খাদে পড়ে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে কিশতওয়ার থেকে জম্মুতে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সেটি পথিমধ্যে ডোডা জেলায় খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার নিচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি।

জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই আহত হয়েছেন। তাদের অনেকের আঘাত গুরুতর।

ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানান, আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, জম্মু ও কাশ্মিরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাহাড়ের থেকে খাদটা খাড়া হয়ে নেমে যাওয়ায় উদ্ধারকাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তারই মধ্যে যাত্রীদেরকে ওপরে তোলার চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কাশ্মীরে যাত্রীবাহী খাদে পড়ে নিহত ৩৮

প্রকাশের সময় : ০৪:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে কিশতওয়ার থেকে জম্মুতে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সেটি পথিমধ্যে ডোডা জেলায় খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার নিচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি।

জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই আহত হয়েছেন। তাদের অনেকের আঘাত গুরুতর।

ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানান, আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, জম্মু ও কাশ্মিরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাহাড়ের থেকে খাদটা খাড়া হয়ে নেমে যাওয়ায় উদ্ধারকাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তারই মধ্যে যাত্রীদেরকে ওপরে তোলার চেষ্টা চলছে।