Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মিরে সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : 

সন্ত্রাসীদের গুলিতে অবসরপ্রাপ্ত সাবেক এক সিনিয়ির পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় একটি মসজিদে নামাজের সময় তাকে হত্যা করা হয়।

এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শহরের গাঁতামুল্লা বালা এলাকার একটি স্থানীয় মসজিদে নামাজের সময় মোহাম্মদ শফি মীর নামে অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।

এ ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘বারামুল্লার গান্তমুল্লায় মসজিদে আজান দেয়ার সময় সন্ত্রাসীরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোহম্মদ শফির ওপর গুলি চালায় এবং তিনি আহত হয়ে মারা যান। ওই এলাকা ঘেরাও করা হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’

গত মাসেও শ্রীনগরের ঈদগাহ মসজিদের কাছে সন্ত্রাসীদের গুলিতে রাজ্য পুলিশের একজন পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন। ঘটনার পর তাকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি যখন ঘটে, ইন্সপেক্টর মসরুর আহমেদ ওয়ানি তখন শ্রীনগরের ঈদগাহ মাঠে স্থানীয় তরুণদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন বলে জানা যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কাশ্মিরে সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৬:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সন্ত্রাসীদের গুলিতে অবসরপ্রাপ্ত সাবেক এক সিনিয়ির পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় একটি মসজিদে নামাজের সময় তাকে হত্যা করা হয়।

এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শহরের গাঁতামুল্লা বালা এলাকার একটি স্থানীয় মসজিদে নামাজের সময় মোহাম্মদ শফি মীর নামে অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।

এ ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘বারামুল্লার গান্তমুল্লায় মসজিদে আজান দেয়ার সময় সন্ত্রাসীরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোহম্মদ শফির ওপর গুলি চালায় এবং তিনি আহত হয়ে মারা যান। ওই এলাকা ঘেরাও করা হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’

গত মাসেও শ্রীনগরের ঈদগাহ মসজিদের কাছে সন্ত্রাসীদের গুলিতে রাজ্য পুলিশের একজন পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন। ঘটনার পর তাকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি যখন ঘটে, ইন্সপেক্টর মসরুর আহমেদ ওয়ানি তখন শ্রীনগরের ঈদগাহ মাঠে স্থানীয় তরুণদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন বলে জানা যায়।