Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস শেখ। পথে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা কুদ্দুস শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান ও বাম পাশে, মাথার পেছনেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পানিতে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে কাশিয়ানী উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে তাকে মারপিট করায় সম্প্রতি রফিককে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন নিলুফা বেগম। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। জব্দকৃত জ্যাকেটটি তার স্বামী রফিক সরদারের বলেও তিনি দাবি করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এখনো অভিযোগ পাওয়া যায়নি. অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবহাওয়া

আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি : পুলিশ সদর দপ্তর

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস শেখ। পথে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা কুদ্দুস শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান ও বাম পাশে, মাথার পেছনেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পানিতে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে কাশিয়ানী উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে তাকে মারপিট করায় সম্প্রতি রফিককে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন নিলুফা বেগম। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। জব্দকৃত জ্যাকেটটি তার স্বামী রফিক সরদারের বলেও তিনি দাবি করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এখনো অভিযোগ পাওয়া যায়নি. অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।