গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এর ভেতর প্রবেশকালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ মতিউর রহমান নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক কারারক্ষী মো. মতিউর রহমান ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্যা কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। এক পর্যায়ে তার পায়ের মোজা থেকে একটি পুটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
গাজীপুর জেলা প্রতিনিধি 
























