গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)।
স্বজন ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকার নিজ বাড়িতে এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম মাটির ঘরে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ে। পাশের অন্য ঘরে তাদের ছেলে মেয়েরা ঘুমিয়ে ছিল। রাতে এমারত হোসেনের বাড়ির মাটির ঘরের দেয়াল অতি বৃষ্টিতে ভিজে নরম হয়ে যায়। মধ্যেরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই দেয়াল ধসে পড়ে তার নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী দুজন মারা যায়। শুক্রবার সকালে স্বজন ও আশপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে। তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, স্বামী-স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। ধারণা করা হচ্ছে, মুষলধারে বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রী মারা গেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।