গাজীপুর জেলা প্রতিনিধি :
টঙ্গী-নরসিংদী রেলরুটের কালিগঞ্জে একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটি দীর্ঘ পথ পারি দেওয়ার পর অটোরিকশাটি ছিটকে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-আখাউড়া রেলরুটের কালিগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন কালিগঞ্জ অতিক্রম করার সময় কালিগঞ্জ রেলক্রসিং থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এরপর সেটি আটকে পড়া অবস্থায় অনেক দূর যাওয়ার পর ছিটকে পড়ে। যাত্রীহীন অটোরিকশাটি আটকে যাওয়ার সময় চালক লাফিয়ে পড়ে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।’