Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কার্তিক-কিয়ারার সত্যপ্রেমের রসায়ন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘সত্যপ্রেম কি কথা’র প্রথম ঝলকেই বলিউডের পর্দায় আভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিনেত্রী কিয়ারি আদভানির রসায়ন আবারো মুগ্ধ করেছে ভক্তদের। এবার ‘ভুলভুলাইয়া ২’ এর মত কোনও ভুতুড়ে গল্প নয়, একেবারে রোম্যান্টিক কাহিনিতে ধরা দেবেন দুজনে।

বৃহস্পতিবার (১৮ মে) মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমার টিজার। আর সেই মিউজিক্য়াল লাভ স্টোরির রোমান্সের ঝলকে উত্তেজনা বাড়লো কার্তিক-কিয়ারার ভক্তদের।

যেখানে জমকালো বিয়ের ঝলক, চোখ জুড়ানো পাহাড়ি রোম্যান্স- সব মিলে দারুণ কিছু দৃশ্য দেখা গেছে। এই মিউজিক্যাল লাভ স্টোরির ঝলক দেখে বেশ আনন্দিত কার্তিক-কিয়ারার ভক্তরা।
জানা যায়, সমীর বিদ্যানসের পরিচালনায় ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাতে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

সিনেমাটি নিয়ে আরো জানা গেছে প্রথমে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নির্মাতাতা নাম পরিবর্তন করে ‘সত্যপ্রেম কি কথা’ রাখেন।

এ সম্পর্কে সমীর বিদ্যানস বলেন, ‘আমরা আমাদের ছবি ‘সত্যনারায়ণ কি কথা’-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। সিনেমার প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।

কার্তিক-কিয়ারার রোম্যান্সের ঝলকে মুগ্ধ হয়ে এক ভক্ত লেখেন, ‘তর সইছে না..’, অন্যজন লেখেন, ‘বেস্ট জুটি, দারুণ মানিয়েছে দুজনকে’।

‘সত্যপ্রেম কি কথা’ পরিচালনা করছেন সমীর বিদ্যানস। সিনেমাটি মুক্তি পাবে জুনের ২৯ তারিখ। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

প্রসঙ্গত কার্তিক-কিয়ারা জুটির ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট। দ্বিতীয়বার তাদের জুটি বক্স অফিসে কতটা চমক দেখায় এখন তারই অপেক্ষা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

কার্তিক-কিয়ারার সত্যপ্রেমের রসায়ন

প্রকাশের সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

‘সত্যপ্রেম কি কথা’র প্রথম ঝলকেই বলিউডের পর্দায় আভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিনেত্রী কিয়ারি আদভানির রসায়ন আবারো মুগ্ধ করেছে ভক্তদের। এবার ‘ভুলভুলাইয়া ২’ এর মত কোনও ভুতুড়ে গল্প নয়, একেবারে রোম্যান্টিক কাহিনিতে ধরা দেবেন দুজনে।

বৃহস্পতিবার (১৮ মে) মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমার টিজার। আর সেই মিউজিক্য়াল লাভ স্টোরির রোমান্সের ঝলকে উত্তেজনা বাড়লো কার্তিক-কিয়ারার ভক্তদের।

যেখানে জমকালো বিয়ের ঝলক, চোখ জুড়ানো পাহাড়ি রোম্যান্স- সব মিলে দারুণ কিছু দৃশ্য দেখা গেছে। এই মিউজিক্যাল লাভ স্টোরির ঝলক দেখে বেশ আনন্দিত কার্তিক-কিয়ারার ভক্তরা।
জানা যায়, সমীর বিদ্যানসের পরিচালনায় ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাতে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

সিনেমাটি নিয়ে আরো জানা গেছে প্রথমে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নির্মাতাতা নাম পরিবর্তন করে ‘সত্যপ্রেম কি কথা’ রাখেন।

এ সম্পর্কে সমীর বিদ্যানস বলেন, ‘আমরা আমাদের ছবি ‘সত্যনারায়ণ কি কথা’-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। সিনেমার প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।

কার্তিক-কিয়ারার রোম্যান্সের ঝলকে মুগ্ধ হয়ে এক ভক্ত লেখেন, ‘তর সইছে না..’, অন্যজন লেখেন, ‘বেস্ট জুটি, দারুণ মানিয়েছে দুজনকে’।

‘সত্যপ্রেম কি কথা’ পরিচালনা করছেন সমীর বিদ্যানস। সিনেমাটি মুক্তি পাবে জুনের ২৯ তারিখ। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

প্রসঙ্গত কার্তিক-কিয়ারা জুটির ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট। দ্বিতীয়বার তাদের জুটি বক্স অফিসে কতটা চমক দেখায় এখন তারই অপেক্ষা।