Dhaka মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন মোয়াজ্জেম হোসেন আলাল

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় গত ১ নভেম্বর আদালতে হাজির করে ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে এসব মামলার সবকটিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্য কোনো মামলা না থাকায় আলালের মুক্তিতে বাধা নেই বলে গত ১৮ ফেব্রুয়ারি জানিয়েছিলেন বিএনপির এই নেতার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

কারামুক্ত হলেন মোয়াজ্জেম হোসেন আলাল

প্রকাশের সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় গত ১ নভেম্বর আদালতে হাজির করে ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে এসব মামলার সবকটিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্য কোনো মামলা না থাকায় আলালের মুক্তিতে বাধা নেই বলে গত ১৮ ফেব্রুয়ারি জানিয়েছিলেন বিএনপির এই নেতার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।