নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। আগুন লাগার পরই চালকসহ গাড়িতে থাকা দুজন দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, কারওয়ান বাজার সোনারগাঁও সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আশপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।
এ ঘটনায় গাড়িতে অবস্থানরত চালকসহ দুজন যাত্রী দ্রুত নেমে যাওয়ার কারণে কেউ দুর্ঘটনার শিকার হননি।
অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর পর গাড়িটিকে রেকারের মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।