আন্তর্জাতিক ডেস্ক :
ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যে এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত। কানাডার কূটনীতিককে বহিষ্কারের পর নতুন করে এই পদক্ষেপ নিলো দেশটি। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ঠেকলো আরও তলানিতে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের ভিসা পরিষেবা বন্ধ থাকবে।
কূটনৈতিক মহলের একাংশের মতে, টানাপড়েনের মধ্য নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।
এর আগে গত সোমবার পার্লামেন্টে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সরকারের জড়িত থাকতে পারে বলে সরাসরি অভিযোগ তোলেন ট্রুডো। এরপর ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর কয়েক ঘণ্টার ব্যবধানে কানাডার কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। এরপরেই আজ নতুন করে এ কঠোর পদক্ষেপ নিলো দেশটি।
এদিকে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ নিয়ে হোয়াইট হাউসও গভীরভাবে উদ্বিগ্ন। এ সংশ্লিষ্ট যে কোনো তদন্তে কানাডাকে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ভারতকে (হত্যার তদন্তে) পূর্ণ সহযোগিতা করতে উৎসাহিত করছি।