কানাডার সাচকাচুয়ান প্রদেশে অন্তত ১৩টি স্থানে আলাদা ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় পুরো প্রদেশে সতর্কতা জারি করেছে পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) এসব ছুরি হামলার ঘটনা ঘটে। রয়টর্সের খবরে বলা হয়, এসব ঘটনায় দুই হামলাকারীকে শনাক্ত করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রয়্যাল কানাডা পুলিশ জানায়, রবিবার ভোর ৫টা ৪০ মিনিটে জেমস স্মিথ ক্রি ন্যাশন এলাকায় ছুরি হামলার খবর পান তারা। জেমস স্মিথ ক্রি ন্যাশন ও আরও কয়েকটি এলাকায় ছুরি হামলায় ১০ জন নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। সন্দেহভাজন দুই হামলাকারী একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন। তাদের নাম ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন।
অন্তত ১৩টি হামলার স্থান শনাক্ত করেছে তারা। এলোপাতাড়ি হামলা হলেও কিছু মানুষ আগে থেকে লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা পুলিশের।
এসব হামলার পরপরই হামলাকারীদের ধরতে পুরো প্রদেশে একটি সতর্কতা জারি করে পুলিশ। বিকেল হতে হতে সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়।
এদিকে সাচকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য অতিরিক্ত স্বাস্থ্যকর্মী চেয়ে তাদের পক্ষে থেকে আহ্বান জানানো হয়েছে।