Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : 

কানাডার অটোয়া প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত দুজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই ভেন্যুতে একই সময়ে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় ভেন্যুর বাইরে গোলাগুলি ছড়িয়ে পড়ে। গোলাগুলির সময় আতঙ্কিত অতিথিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।

তিনি বলেন, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২১ মিনিটের দিকে কনভেনশন হলের দক্ষিণ প্রান্তের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একই সময়ে পৃথক দুটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। ওই সময় পুলিশ আমাদের গাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়। আমরা ঘটনাস্থল ত্যাগ করতে পারি নাই।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইথ-ইন্ড কনভেনশন হলের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একসঙ্গে দুটি রিসিপশনের আয়োজন করা হয়েছিল।

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

পুলিশ পরিদর্শক মার্টিন গ্রুলক্স এএফপিকে বলেছেন, আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। তবে গোলাগুলির এই ঘটনা জাতিগত অথবা ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট কোনও বিদ্বেষমূলক অপরাধের দৃষ্টিকোণ থেকে করা হয়েছে সে বিষয়ে কোনও আলামত পুলিশ পায়নি।

তবে এসব দিকও বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার পর্যন্ত গোলাগুলির এই ঘটনায় কানাডার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্র: এএফপি।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ২

প্রকাশের সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

কানাডার অটোয়া প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত দুজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই ভেন্যুতে একই সময়ে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় ভেন্যুর বাইরে গোলাগুলি ছড়িয়ে পড়ে। গোলাগুলির সময় আতঙ্কিত অতিথিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।

তিনি বলেন, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২১ মিনিটের দিকে কনভেনশন হলের দক্ষিণ প্রান্তের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একই সময়ে পৃথক দুটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। ওই সময় পুলিশ আমাদের গাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়। আমরা ঘটনাস্থল ত্যাগ করতে পারি নাই।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইথ-ইন্ড কনভেনশন হলের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একসঙ্গে দুটি রিসিপশনের আয়োজন করা হয়েছিল।

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

পুলিশ পরিদর্শক মার্টিন গ্রুলক্স এএফপিকে বলেছেন, আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। তবে গোলাগুলির এই ঘটনা জাতিগত অথবা ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট কোনও বিদ্বেষমূলক অপরাধের দৃষ্টিকোণ থেকে করা হয়েছে সে বিষয়ে কোনও আলামত পুলিশ পায়নি।

তবে এসব দিকও বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার পর্যন্ত গোলাগুলির এই ঘটনায় কানাডার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্র: এএফপি।